0
৭ই মে১৮৬১ - ৭ই আগস্ট১৯৪১
 ছদ্মনাম -----ভানুসিংহ ঠাকুর

  জন্ম :-  মে ৭, ১৮৬১  (২৫ বৈশাখ, ১২৬৮)
জোড়াসাঁকো ঠাকুরবাড়িকলকাতাব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গভারত)

 মৃত্যু:- আগস্ট ৭, ১৯৪১ (২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত)
 সমাধিস্থল- কলকাতা

  সাহিত্যে নোবেল পুরস্কার  (১৯১৩)
 ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

 লেখা
     গান :     ১৯১৫টি
   ছোটগল্প: ৯৫টি
   কাব্যগ্রন্থ:  ৫২টি
   নাটক :৩৮টি
   প্রবন্ধ :  ৩৬টি
   উপন্যাস : ১৩টি(১২ + ১ টি অসমাপ্ত)
    ছবি:    প্রায় ২০০০ ছবি এঁকেছিলেন।
ছোটগল্প: ৯৫টি

 নাটক :৩৮টি 

প্রবন্ধ :  ৩৬টি
উল্লেখযোগ্য প্রবন্ধ হচেছ ভ্রমণকাহিনী, য়ুরোপ প্রবাসীর পত্র, জাভা যাত্রীর পত্র, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি, বাংলা ভাষার পরিচয়, শব্দতত্ত্ব, সভ্যতার সংকট, কালান্তর, স্বদেশ।
কাব্যগ্রন্থ:  ৫২টি
উল্লেখযোগ্য হচ্ছে কবি-কাহিনী (প্রথম কাব্যগ্রন্থ), বনফুল, বলাকা, নবজাতক, শেষলেখা।

 উপন্যাস : ১৩টি
বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩),  রাজর্ষি (১৮৮৭),   চোখের বালি (১৯০৩),  নৌকাডুবি (১৯০৬),    
প্রজাপতির নির্বন্ধ (১৯০৮),  গোরা (১৯১০),  ঘরে বাইরে (১৯১৬),  চতুরঙ্গ (১৯১৬),   
যোগাযোগ (১৯২৯),  শেষের কবিতা (১৯২৯),  দুই বোন (১৯৩৩),  মালঞ্চ (১৯৩৪)
ও চার অধ্যায় (১৯৩৪)

 : "গোড়া শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল। দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।"

অথবা,
বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করল।
১) বৌয়ের--- বৌঠাকুরানীর হাট ২) চোখের--- চোখের বালি ৩) চার--- চার অধ্যায়
৪) নৌকাডুবি--- নৌকাডুবি ৫) দুই বোন--- দুই বোন ৬) করুনা--- করুনা
৭) শেষে--- শেষের কবিতা ৮) চতুর--- চতুরঙ্গ ৯) রাজর্ষি--- রাজর্ষি
১০) গোরা--- গোরা ১১) ঘরেবাইরে--- ঘরেবাইরে ১২) যোগাযোগ-যোগাযোগ


৫/  জাতীয় সংগীত রচনাঃ
তিনি বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার জাতীয় সংগীত রচনা করেন
বাংলাদেশঃ আমার সোনার বাংলা(My Golden Bengal)
ভারতঃ জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা(Thou art the rulers of the minds of all people)
শ্রীলংকাঃ শ্রীলংকা মাথা (Mother Sri Lanka ) NB. Tagore helped Samarakoon write and compose the song.

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ
ভিখারিনী(গল্প) হিন্দু মেলার উপহার (কবিতা) কবি কাহিনী(কাব্য) বাল্মীকি প্রতিভা(নাটক) বউ ঠাকুরানীর হাট(উপন্যাস)।
ভিহি কবাব, যেনতেন কাবাব নয়, ভিহি কবাব 


রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত পত্রিকা
বঙ্গদর্শন, সাধনা, তত্ত্ববোধিনী, ভান্ডার, ভারতী।
 বঙ্গ দর্শনে সাধনার তথ্য ভান্ডার ভর্তি হইল।

>>প্রথম কবিতা--হিন্দু মেলার উপহার  ।
১ম প্রকাশিত রচনা/কবিতা--"অভিলাষ" ১৮৭৪সালে ( তত্ত্ববোধিনী পত্রিকা-এ তাঁর "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। )
>>৮ বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।
 >১ম প্রকাশিত রচনা কাব্যগ্রন্থ---" বনফুল"   ( মাত্র পনের বছর বয়সে)
>> ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর

• ১৯০১ সালে বোলপুরের শান্তি নিকেতন 'ব্রহ্মচর্যাশ্রম' নামক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন যা ১৯২১ সালে 'বিশ্বভারতী' বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
• ১৯১৫ সালে তদানীন্ত ভারত সরকার তাকে 'স্যার বা নাইট' উপাধি প্রদান করে। ১৯১৯ সালে তিনি নাইট উপাধি ত্যাগ করেন।
• ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

Post a Comment Blogger

 
Top