0
আমরা বর্তমানে যেমন পৃথিবীতে বাস করি তা
১০০ বছর আগে কিন্তু এমন ছিলনা, ভবিষ্যতেও ঠিক এমনই থাকবে না।সময়ের সাথে পাল্টে যাবে আজকের এ সুন্দর সবুজে ঘেরা পৃথিবী।হয়ে উঠবে প্রযুক্তিতে পূর্ন নতুন এক দুনিয়া।এমন সব
আবিষ্কার হবে যা বদলে দেবে আমাদের জীবন। এখনই কত উন্নত এ পৃথিবী, ভাবুন তো আজ থেকে ঠিক ১০০ বছর পর কেমন হবে এ পৃথিবী?তখনকার মানুষ এতই প্রযুক্তি নির্ভর হয়ে পরবে যে, রান্না
টা পর্যন্ত করে দিবে রোবট।কাপর ধোয়া থেকে শুরু করে ঘর মোছা সব করবে রোবট। তখনকার পৃথিবীতে নগরায়ন এতই বেড়ে যাবে যে মাটি খুজে পাওয়া দুস্কর হবে।মাটির উপরে
ছাড়াও পানির নিচে থাকবে ছোট ছোট বাবল
সিটি (Bubble City).
গাড়ির গতি হবে ১৫০০-২০০০ ↑.। প্রাকৃতিক খাবারের পরিবর্তে মানুষ তখন কৃত্রিম খাবার
বেশি খাবে,তৈরি হবে হাইপার লুপ (Hyper Loop)
যা দিয়ে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যাবে,,মানুষ ব্যক্তিগত কাজে ড্রোন ব্যবহার করবে,এমন সব রোবট তৈরি হবে যা দেখতে একেবারে মানুষের মত হবে এবং মানুষের
সাথে বিভিন্ন কাজ করবে,
তখনকার গাড়ি গুলোর ডিজাইন ও পাল্টে যাবে,মানুষের পাখির মত উড়ার স্বপ্ন পূরন হবে
এর জন্য তৈরি হবে রকেটের মত ছোট একটি যান
এর সাথে পাখা লাগানো থাকবে, বিমান গুলো
হবে সৌরশক্তি চালিত,ছোট ছোট ইকো ক্যপসুল
(Eco Capsule) ঘর হবে এর ছাদ পুরোটা সোলার
প্যানেল থাকবে ও বায়ুকল (Windmil) থাকবে এগুলো ঘরের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপন্ন
করবে।
এমন অনেক কিছুই হবে এ পৃথিবীতে।।তো কেমন
হবে ১০০ বছর পরের পৃথিবী তার একটা নমুনা
দেখে নিন নিচের ভিডিও থেকে।।হাজির হবো নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।আর আমাদের সাথেই
থাকবেন।

Post a Comment Blogger

 
Top