0
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। আজ আমি নিয়ে আসলাম কিভাবে পাওয়ার বাটন ছাড়া SAMSUNG মোবাইল অন করবেন।যাদের মোবাইলের বাটন নষ্ট হয়ে গেছে মোবাইল অন করতে পারছেন না বা অফ করতে পারছেন তারা এই টিউন দেখলে অবশ্যই উপকৃত হবে।

 আশা করি সবাই উপকৃত হবে কারন মোবাইলের বাটন সবারই নষ্ট হতে পারে।  আর আমি সুন্দর করে লিখতে পারিনা তাই ভুল হলে হ্মমা করবেন। নিচে বিস্তারিত দেওয়া হলঃ-



১. প্রথমে মোবাইল অন থাকলে অফ করবেন(যদি নষ্ট থাকে)
বিঃদ্রঃ বাটন নষ্ট না হলেও একবার ট্রাই করবেন। পরে কাজে আসতে পারে।
২. চার্জার কানেক্ট করুন এবং icon না আসা পর্যন্ত
৩. আইকন আসলে চার্জার খুলে ফেলুন এবং তাড়াতাড়ি ব্যাটারি খুলে আবার লাগান এবং অপেক্ষা করুন।
৪.কাজ শেষ, এখন দেখুন মজা অটোমেটিক মোবাইল অন হবে।

Post a Comment Blogger

 
Top