0
এতদিন ফেসবুকে কেবল লাইক ও ডিসলাইক করা যেত। তবে প্রিয়জনের বিচ্ছেদ, হতাশা প্রকাশ বা অস্থির মুহুর্তগুলোতে অনুভূতি প্রকাশের কোন সুযোগ ছিল না। এতে অনেক সময় ভুল অর্থ তৈরি হতো। কারো ব্রেকআপ হয়েছে বা প্রিয়জনের মৃত্যু সংবাদ কি পছন্দ বা অপছন্দ করা যায়। এই সমস্যা সমাধানে এবার রিঅ্যাকশন বাটন চালু করেছে ফেসবুক।

বৃহস্পতিবার ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের পেজে এই তথ্য জানান। শুক্রবার থেকে বাংলাদেশে এই বাটন চালু হয়েছে। পছন্দের লাইনে থাকা এই বাটনগুলো পছন্দ, ভালবাসা, দারুন মজার, চমৎকার, দুঃখ ও রাগ।

মার্ক জাকারবার্গ লিখেছেন, আজকে আমরা বিশ্বজুড়ে আমাদের রিঅ্যাকশন্স চালু করলাম। নতুন লাইক বাটন, যার মাধ্যমে মনের বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে।

তিনি লিখেছেন, ফেসবুকে সব সময় আমরা সুখের অনুভূতি প্রকাশ করতে চাই না। মাঝেমাঝে আমরা দুঃখ ও হতাশাও প্রকাশ করতে চাই না। আর এই কারণেই ব্যবহারকারীরা অনেক দিন ধরেই আমাদের কমিউনিটিতে ডিজলাইক বাটনের কথা বলে আসছিলেন। শুধু সুখ আর দুঃখ ছাড়াও নানা রকমের অনুভূতি মানুষ প্রকাশ করতে চায়।

স্ট্যাটাসে জাকারবার্গ লিখেছেন, আমি ও আমার টিম অনেক দিন ধরেই এই অনুভূতি প্রকাশের সঠিক ও সহজ উপায় নিয়ে ভাবছিলাম। আমার লক্ষ্য ছিল, ব্যাপারটা লাইক বাটনের মতো সহজ ও সরলকরা। আর এর ফলে আমরা তৈরি করেছি এমন সব রিঅ্যাকশন্স, যা মানুষের ভালোবাসা, হাসি, চমক, দুঃখ ও রাগের অনুভূতি প্রকাশে সাহায্য করবে।

Post a Comment Blogger

 
Top