0
কানসাটে যখন পল্লী বিদ্যুৎ কে বা কারা পুড়িয়ে ফেলেছিল তখন আমাদের এলাকায় প্রায় একমাস ইলেকট্রিসিটি ছিলনা। মাথা খারাপ হয়ে যাওয়ার দশা। তখন ভাবছিলাম কি করা যায়? এ’সময় সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা আমার কাছে ১০ ওয়াটের একটা সোলার প্যানেল ও ৬ ভোল্টের একটা ব্যাটারী বিক্রি করে ২৯০০/- টাকায়। পরে অবশ্য আসল দাম জানতে পারি।

বিদ্যুৎ উৎপাদন যতই রেকর্ড ভঙ্গ করুক না কেন লোডশেডিং কিন্তু চলছেই। এরকম পরিস্থিতিতে সহজেই আপনি ফ্যান চালাতে ও লাইট জ্বালাতে পারেন। বাজার থেকে একটা সোলার প্যানেল কিনুন। দাম বেশি না; ব্র্যান্ড ভেদে ৭০-৮০ টাকা ওয়াট। ২০ ওয়াটের দাম তাহলে আসবে ১৪০০/- টাকা। এতেই আপনি সহজেই দুইটা ছোট ডিসি ফ্যান চালাতে পারবেন সারাদিন। ফ্যান গুলোর দামও ৪০০/৬০০ টাকার মধ্যে। কোন ব্যাটারীর দরকার নাই। ফ্যানের সাথে সরাসরি সংযোগ দিবেন-যতক্ষন রোদ থাকবে ততক্ষন চলবে। কানেক্ট করতে কোন মেকানিক লাগবেনা। অাপনি নিজেই পারবেন। আমার তিন বছর থেকে চলছে কোন সমস্যা নাই। রাতে ব্যাকআপ চাইলে ব্যাটারী ও চার্জ কন্ট্রোলার লাগবে। কিন্তু সেদিকে যাচ্ছিনা খরচ কমানোর জন্য। আল্লাহ্-র দেওয়া এই অসীম শক্তিকে কাজে লাগালে আমাদের বিদ্যুৎ এর উপরও চাপ কমবে। সেই সাথে আপনি পাবেন এককালীন খরচে অবিরাম বাতাস ও আলো।

Post a Comment Blogger

 
Top