নতুন অ্যাপ আনল সোশ্যাল নেটওয়াকিং সাইট ফেসবুক৷ ফেসবুকের নয়া এই অ্যাপের
নাম রিফ৷ নতুন এই রিফ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী মজার মজার ভিডিও তৈরি
করতে পারবেন৷ এই অ্যাপের মাধ্যমে একত্রে অনেকে মিলে মজাদার ভিডিও তৈরি করতে
পারবেন৷ এই নতুন অ্যাপ রিফের সাহায্যে একজন একটি ২০ সেকেন্ডের ভিডিও তৈরি
করলো৷ তারপর সেই ভিডিওটির একটি নির্দিষ্ট নাম দিয়েই বন্ধু সেটা দেখতে
পাবেন৷ পরবর্তীতে অন্য কোন বন্ধু ওই একই নামে অপর কোন ভিভিও তেরি করলে তা
পূর্বের ভিডিওটি সঙ্গেই একত্রে দেখতে পাওয়া যাবে বলে ফেসবুকের পক্ষে
জানানো হয়েছে৷ এই একত্রে অনেকজন মিলে একটি ভিডিও তৈরি করা যাবে৷
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে এই অ্যাপটি
ডাউনলোড করতে পারবেন৷
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook