0
আস্সালামু আলাইকুম…
প্রথমেই বলি পোষ্টি আমার লেখা না লিখেছেন জিম ইংলিশ রাইটার । অামি শুধু বাংলায় ট্রান্সলেট করলাম..
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধু ও পরিবারের সংস্পর্শে থাকার জন্য খুবই ভালো মাধ্যম কিন্তু নানা বিজ্ঞাপন অবশ্যই বিরক্তিকর অনেক ব্যবহারকারির কাছে তাছাড়া আপনি নিশ্চয়ই আপনার ব্যক্তিগত ডেটা অন্যের হাতে দিতে চাইবেন না। বিজ্ঞাপনদাতারা তাদের ব্যবসার জন্য প্রতিনিয়ত আপনার ফেসবুক প্রোফাইল ট্র্যাক করছে।
ব্যবহারকারিরা অনেক সময় যে কাজটি করে থাকে তাহলো ফেসবুক লগ ইন করে নানা অ্যাপ ডাউনলোড করে থাকে এবং ফেসবুক দিয়েই অন্যান্য ওয়েবসাইট ভিজিট করে। ফলে নানা প্রতিষ্ঠান ফেসবুক ব্যবহারকারির ডেটা তার প্রোফাইল থেকে নিয়ে থাকে। তবে ফেসবুক অ্যাপ ডেভলপার এবং ফেসবুক অ্যাড টেক পার্টনাররা ব্যবহারকারির নাম, ফোন নাম্বার এসকল তথ্য দেখতে পায়না। কেননা গোপনীয়তা রক্ষার্থে ফেসবুক এসব ডেটা এনক্রিপ্ট এবং অ্যাননিমাইজ করে রাখে।
তবে আপনি যদি আপনার গোপনীয়তা নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে দুটি কাজ করতে পারেন
১ অ্যাড ট্র্যাকিং বন্ধ করতে পারেন
২ ইতোমধ্যে যেসকল প্রতিষ্ঠান আপনার প্রোফাইল ট্র্যাক করেছে সেগুলোর তালিকা দেখতে পারেন এবং এডিট করতে পারেন।
ফেসবুক সম্প্রতি তাদের এই সেটিংস এ পরিবর্তন করেছে। পদ্ধতিটি নিচে দেয়া হল-
রাইট এরো ক্লিক করুন
Facebook1
এখান থেকে সেটিংস অপশনে যান
Facebook2
অ্যাডস বাটনে ক্লিক করুন
3
 এবার এডিট এ ক্লিক করুন
4
এখানে উদাহরণ হিসাবে জ্যাসপার মার্কেট দেয়া আছে
5
এখান থেকে নো ওয়ান নির্বাচন করুন
6
 এখন অ্যাপের জন্য ডান পাশের লক চিহ্নে ক্লিক করুন
7
 এবার প্রাইভেসি চেকআপ অথবা মোর সেটিংস এ যান
8
9
 এবার অ্যাপস বাটনে ক্লিক করুন
10
এবার লগড ইন উইথ ফেসবুক এ অ্যাপের তালিকা আসবে
11
12
এই তালিকার পাশেই এডিট অপশন রয়েছে যেখান থেকে আপনি এডিট করে তথ্যগুলো হাইড করে দিতে পারবেন
13
 ট্রিপ অ্যাডভাইজর থেকেও নানা তথ্য কাস্টোমাইজ করে দিতে পারেন
14
15
16
সুত্রঃ বিজনেস ইনসাইডার

Post a Comment Blogger

 
Top