0

৮০ কোটি ব্যবহারকারীর ফেসবুক মেসেঞ্জার ধীরে ধীরে একটি শক্তিশালী যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে। এটি এখন শুধু একটি চ্যাট প্রোগ্রামেই সীমাবদ্ধ নেই। এটি দিয়ে আপনি বিভিন্ন স্টিকার, জিআইএফ, ছবি, ভয়েস মেসেজ পাঠাতে পারেন।
বর্তমান সময়ে ফেসবুকের এই অ্যাপটির ভয়েস ও ভিডিওকল সার্ভিস ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। এর সর্বশেষ সংযুক্তি হলো দাবা বা চেস গেম। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েব্সাইট টেকনো বাফেলো।
ফেসবুক মেসেঞ্জার ওপেন করে যেকোনো অ্যাকটিভ বন্ধুর সঙ্গে আপনি এখন থেকে দাবা খেলতে পারবেন। এ জন্য আপনার মেসেঞ্জারে গিয়ে লিখতে হবে ‘@fbchess play’।
তবে সরাসরি গেমের চাল দেওয়া যাবে না। এ জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। নিউমারিক কোডের কমান্ডের মাধ্যমে খেলাটি পরিচালনা করতে হবে। এর নিয়মাবলি জানতে লিখতে হবে ‘@fbchess help’

নিয়ম
 Start game with random colors: @fbchess play
  Pick the colors: @fbchess play white/black
  Pick the opponent: @fbchess play white John
Make a move: use Standard Algebraic Notation
  @fbchess e4 or @fbchess Pe4 moves pawn to e4
  Nbd2 to move knight from b-file to d2
  B2xc5 to take on c5 with 2nd rank bishop
  e8=Q to promote pawn to queen
  0-0-0 or O-O to castle
Claim draw (e.g. 3-fold repetition): @fbchess draw claim
Offer a draw in the current position: @fbchess draw offer
Offer an undo of the last move: @fbchess undo
Resign: @fbchess resign
Show current position: @fbchess show
Show stats between current players: @fbchess stats
Continue a game from another conversation: @fbchess continue
  From 1:1 conversation, @fbchess continue with [friend]
  From group chat, @fbchess continue from [thread name]

 
তবে টেকনো বাফেলো পরীক্ষা করে জানিয়েছে, ডেস্কটপ বা কোনো ব্রাউজার উইন্ডোতে দাবা খেলার সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। এ জন্য মোবাইলে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনই ব্যবহার করতে হবে।

Post a Comment Blogger

 
Top