0

Flexi plan নাই তো কি হয়েছে ? বাড়িয়ে নিন জিপির মেইন এমবির মেয়াদ ৩০ দিন । নিচের স্টেপ গুলো ফলো করেন।


Step-1 | প্রথমে নেট ডিএক্টিভ করুনঃ *5000*0*4*3# অথবা মেসেজ অপশনে STOP লিখে 5000 সেন্ড করুন অথবা 5000 এ কল করে নেট ডিএক্টিভ করেন। একটা মেসেজ আসবে। মেসেজ আসার পর নিচের ২য় ধাপ ফলো করেন।

Step-2 | তারপর ইজিনেট চালু করুন ফ্রিতেঃ Easy net এক্টিভ করতে ডায়াল করুন *5000*55# একটা মেসেজ আসবে। মেসেজ আসার পর নিচের ৩য় ধাপ ফলো করেন।

Step-3 | ডায়াল করে এর পর Social পেক চালু করেন এক দিনেরটা । ডায়াল করুন *5000*8*1*1*2#। একটা মেসেজ আসবে। এরপর *৫৬৬*১০# ডায়াল করে দেখেন এক মাস বেড়ে গেছে মেয়াদ ।

 Flexi plan লাগছে কি?

Post a Comment Blogger

 
Top