(২৫ জানুয়ারি, ১৮২৪ – ২৯ জুন, ১৮৭৩) |
জন্ম------ ২৫ জানুয়ারি ১৮২৪
সাগরদাঁড়ি, যশোর, ব্রিটিশ ভারত (অধুনা বাংলাদেশ)
মৃত্যু---- ২৯ জুন ১৮৭৩ (৪৯ বছর)[১]
কলকাতা, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গে)
প্রবর্তক----- বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের ।
সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে -- অমিত্রাক্ষর ছন্দে রামায়ণ উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য (১৮৬১)নামক মহাকাব্যটি।
চরিত্র-চিত্র হিসেবে রয়েছেন : রাবণ, ইন্দ্রজিৎ, সীতা, সরমা, প্রমীলা প্রমুখ। তিনি তাঁর কাব্যকে অষ্টাধিক সর্গে বিভক্ত করেছেন এবং সংস্কৃত অলঙ্কারশাস্ত্র অনুযায়ী এতে নগর, বন, উপবন, শৈল, সমুদ্র, প্রভাত, সন্ধ্যা, যুদ্ধ, মন্ত্রণা প্রভৃতির সমাবেশও করেছেন। কিন্তু সর্গান্তে তিনি নতুন ছন্দ ব্যবহার করেন নি, সর্গশেষে পরবর্তী সর্গকথা আভাসিত করেন নি।
কাব্য
- মেঘনাদবধ কাব্য(১৮৬১)
- তিলোত্তমা সম্ভব(১৮৬০
- দি ক্যাপটিভ লেডী
- ব্রজাঙ্গনা কাব্য(১৮৬১)
- বীরাঙ্গনা কাব্য(১৮৬২)
চতুর্দশপদী কবিতা (১৮৬৬)। ???????????
নাটক
- শর্মিষ্ঠা(১৮৫৯)
- কৃষ্ণকুমারী(১৮৬১)
- পদ্মাবতী(১৮৬০)
- মায়াকানন (১৮৭৪) নামে একটি অসমাপ্ত নাটক।
প্রহসন
- বুড়ো শালিকের ঘাড়ে রোঁ(১৮৬০)
- একেই কি বলে সভ্যতা (১৮৬০)
Post a Comment Blogger Facebook